টেকটোনিক প্লেটে ভাঙন, আসবে ভয়াবহ ভূমিকম্প। ভারত মহাসাগরের নিচের বিশাল টেকটোনিক প্লেট ভেঙে দুই ভাগ হয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সে বলা হয়েছে, ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেটটি প্রতি বছর ০.০৬ মিলিমিটার করে সরে যাচ্ছে। এতে প্লেটটি এক মাইল দূর যেতে ১০ লাখ বছর সময় লাগবে।
গবেষক অরলি কৌদুরিয়ার-কার্ভুর যেমনটি বলছেন, ধীরে সরতে থাকলেও অন্য গ্রহের বাউন্ডারির তুলনায় এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখনো পানির নিচে আছে, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না আসলে কী ঘটছে সেখানে।
তবে আপাতত ভয়ের কিছু দেখছেন না বিজ্ঞানীরা। কিন্তু ২০ হাজার বছর বাদে পৃথিবীর ভয়াবহ বিপদের শঙ্কা রয়েছে।
সূত্র : সময় নিউজ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
যেকোনো সময়, যে কোনো মুহুর্তে যে কোনো দেশের সাহিত্য, প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা বিষয়ে সবার আগে জানতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। - ধন্যবাদ