পয়েন্ট : এক
ভারতের নাগরিকত্ব আইনে এবারের এপ্রিল মাস থেকেই মুসলিম নিধন শুরু করার কথা ছিলো। প্রায় কয়েক লক্ষ মুসলিমের জীবনে কিছুটা স্বস্থি এসেছে। হিন্দুরা বাঘের মত হিংস্র হয়ে চাতক পাখির মত আশায় ছিলো ভারতীয় মুসলিমদের বোরখার নেকাব খুলে কখন ধর্ষণ করবো! কিন্তু করোনা ভাইরাসের জন্য পুরো জীবন ব্যবস্থা হুমকির মুখে।
পয়েন্ট : দুই
সামনের এপ্রিলে রমজান মাস। এই মাসে চীনের উইঘুর প্রদেশের মুসলিমগণ সবাই সাওম পালন করেন। তাদের সংখ্যা ১০ লক্ষের অধিক। কিন্তু চীন প্রশাসন এদের মুখ ফাঁকা করে খাবার ঢুকিয়ে দেয়। খাবার ঢুকিয়ে দিতে না পারলে জোর করে ইঞ্জেকশন পুশ করা হয়। কিন্তু এবার সম্ভবত এটা করা পসিবল হবে না।
পয়েন্ট : তিন
ইতিহাসে এই প্রথম হয়তো এরকম দৃশ্য আর কখনো দেখা যাবে না। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য জেরুজালেমে "ইহুদি-খ্রিস্টান-মুসলিমরা" একইসাথে স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন। তাদের ভাষ্যমতে আমরা সবাই নবী ইব্রাহিমের সন্তান।আমরা একই টাইপ স্রষ্টাকে বিশ্বাস করি।এই দৃশ্য খুব সম্ভবত কিয়ামতের আগে আর দেখা যাবে না।
পয়েন্ট : চার
আমেরিকার মদদে সৌদি আরব ইয়েমেনে হামলা করেছে। ৫ বছরে প্রায় ১০ লক্ষ ইয়েমেন নাগরিককে এ পর্যন্ত হত্যা করা হয়েছে। আমেরিকা গত কয়েক যুগে প্রায় ৩ কোটি মানুষ হত্যা করেছে। করোনা ভাইরাসের জন্য সৌদি আরব যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন। আজ রাতে একটা ইয়েমেন শিশু বুক ভরা সজীব নিঃশ্বাস নিয়ে মায়ের বুকে ঘুমোতে যাবে। কারণ আজ থেকে আর হামলা হবে না। রাতে ঘুমোলে নিশ্চিত ভোরের আলো দেখতে পাবে। রাতের ই প্রহর শেষে ভোরের ই আলো দেখে দেখে ছোট্ট শিশুটি ভাববে থাকুক না করোনাভাইরাস আরো কিছু বছর! আরো কয়েকটা যুগ!
পয়েন্ট : হ,য,ব,র,ল
৫৭ টি মুসলিম রাষ্টের মধ্যে মৃত্যুবরণ করেছে প্রায় ৪৩৩ জন মুসলিম। বিভিন্ন দেশে +৭০ ধরে নিলে হয় ৫০০ জন। ইরানকে যোগ করলে হয় ২৫১৭+৫০০= ৩০১৭ জন মুসলিম। মোট মারা গিয়েছেন~ ২৮ হাজার ৮০০ জন। অর্থাৎ ২৮৮০০-৩০১৭= ২৫৭৮৩ জন অমুসলিম মারা গিয়েছেন (প্রায়)। যদি করোনা ভাইরাস মুক্ত হয় তাহলে প্রতিদিন পুরো বিশ্বে গড়ে ৫০০ জন মুসলিম নিহত হবে। অর্থাৎ~ করোনাভাইরাসে মানুষ মারা যাচ্ছে কম কিন্তু করোনা মুক্ত হলে মুসলিম মারা যাবে বেশি। এটাকেই বলা হয় হ,য,র,ল,ব । তাহলে কোন মুখ নিয়ে দোয়া করতে পারি?
করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ছটফট যে দেখবে সে কখনোই চাইবে না এই ডিজেজ তার শত্রুকে আক্রমণ করুক। আমরা কোন মুখে দোয়া করবো? দোয়া করার মুখ চোখ কান আছে আমাদের? তারপরেও ভিক্ষা কঠিন প্রকারের ভিক্ষা চাইতে হবে। হে মহান আল্লাহ সুবাহানাহু তা'য়ালা তুমি ছাড়া আর একজন যদি স্রষ্টা থাকতো আমরা তাহার কাছেই ক্ষমা চাইতাম। কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। দরজা মাত্র একটি। প্লিজ ফিরিয়ে দিও না। কেউ রক্ষা করতে পারবে না। তোমার হাতেই সব। আমাদের ক্ষমা করো। এই ভয়ংকর ভাইরাস থেকে আমাদের মুক্ত করো।
লিখেক : আতিক হাসান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
যেকোনো সময়, যে কোনো মুহুর্তে যে কোনো দেশের সাহিত্য, প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা বিষয়ে সবার আগে জানতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। - ধন্যবাদ